‘অমৃতকাল’এ অকালমৃত্যু খুব কম হবে না। সরকারি ব্যবস্থাপনায় যা উৎকৃষ্ট তার অপমৃত্যু ঘটাতে না পারলে শাসকের পৃষ্ঠপোষক পুঁজিপতিদের মুনাফার সন্ধান দেওয়া যাবে কী করে। উন্নতমানের বাংলা সম্প্রচারকে রুখতে না পারলে হাঁসজারু হিংলা বা বাংরেজি সম্প্রচারের রমরমা চলবে কী করে! তাই এফএম চ্যানেলগুলির অগ্রপথিক আকাশবাণীর এফএম রেইনবোকে মিশিয়ে দেওয়া হচ্ছে, তার স্বাধীন অস্তিত্ব লুপ্ত করে বাংলা ভাষার উপরেই আক্রমণ শানানো হচ্ছে। আমরা আর কত নিশ্চুপ থাকব!
by শ্যামলী আচার্য্য | 10 July, 2023 | 1126 | Tags : Akashbani FM Rainbow Bengali Culture Rabindranath